দেশজুড়ে

ট্রলার ডুবে নিখোঁজ এক জেলের মরদেহ উদ্ধার

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ার মেঘনা নদীতে বৃহস্পতিবার রাতে ঝড়ের কবলে পড়ে ইলিশ ধরার ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ শামীম (১৭) নামে এক জেলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে মেঘনা নদীর সূর্যমুখী খালের কাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জেলে শামীম হাতিয়ার নলেরচরের আদর্শগ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে। হাতিয়া থানার ওসি আবদুল মজিদ জাগো নিউজকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে মেঘনা নদীতে ইলিশ ধরার সূর্যমুখী খাল এলাকায় অন্তত তিনটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা মাঝি-মাল্লারা সাতঁরে তীরে ওঠে এলেও নোমান-মাসুম মাঝির দুই জেলে নিখোঁজ হয়। শুক্রবার সকাল ১০টার দিকে দুই জেলের মধ্যে শামীমের মরদেহ ভাসতে দেখে স্থাণীয় জেলেরা উদ্ধার করে এবং থানা পুলিশকে বিষয়টি জানায়।

মিজানুর রহমান/আরএস/আরআইপি