দেশজুড়ে

দুই ভাইয়ের কলহের জেরে ছোট ভাইয়ের ‌‌‘আত্মহত্যা’

সিরাজগঞ্জে কাঁঠাল গাছ নিয়ে দুই ভাইয়ের কলহের জের ধরে ছোট ভাই জুলমাত শেখ কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন। সদর উপজেলার বহুলী ইউনিয়নের খাগা পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রাত ও দিনভর দেনদরবার শেষে রোববার সন্ধ্যায় পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়।

জানা গেছে, বহুলী ইউনিয়নের খাগা গ্রামের মৃত হামিদ শেখের দুই পুত্র ফজল শেখের সাথে তার ছোট ভাই জুলমাত শেখের বাড়ির কাঁঠাল গাছ নিয়ে দ্বন্দ্ব ছিল। শনিবার দুপুরে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে ৩ কন্যার জনক জুলমাত শেখ আত্মহত্যা করেন।

নিহত জুলমাত শেখের স্ত্রী আকলিমা খাতুন বলেন, আমার স্বামীর মৃত্যুর ঘটনা কখনোই মেনে নেয়া যায় না। সামান্য ঘটনায় তাকে এভাবে চলে যেতে হবে তা ভাবতেই পারছি না।

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এস.আই) আনিসুজ্জামান জানান, কাঁঠাল গাছ কাটাকে কেন্দ্র করে আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা বিষয়টি ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে।

ইউসুফ দেওয়ান রাজু/আরএস