দেশজুড়ে

শিবিরের দুই কর্মীকে পিটিয়ে পুলিশে দিল ছাত্রলীগ

লক্ষ্মীপুরে শিবিরের দুই কর্মীকে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার দুপুর ১২টার দিকে শহরের হাসপাতাল রোড ভিক্টোরিয়া কলেজের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- আব্দুল্লাহ আল মামুন ও নূর আহম্মেদ। তারা দুজনই লক্ষ্মীপুর সরকারি কলেজের ছাত্র বলে জানা গেছে।

লক্ষ্মীপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিনহাজ আলম সাকিব বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি- ভিক্টোরিয়া কলেজের সামনে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা জিহাদি বই, লিফলেট ও সদস্য ফরম নিয়ে অবস্থান করছে। পরে সেখানে গিয়ে তাদেরকে হাতে নাতে ধরে পুলিশে দেই।

লক্ষ্মীপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

কাজল কায়েস/আরএআর/আইআই