ক্যাম্পাস

গ্রিন ইউনিভার্সিটিতে ‘ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট’ কর্মশালা

অর্থ-ব্যবস্থাপনা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বেসরকারি গ্রিন ইউনিভার্সিটিতে ‘ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার গ্রিন ইউনিভার্সিটি আইকিউএসির উদ্যোগে দিনব্যাপী এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. ফৈয়াজ খান প্রধান অতিথি ছিলেন।

এ সময় ডিন অধ্যাপক ড. গোলাম আহমেদ ফারুকী, অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান, সিএসই চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুর রাজ্জাক, আইকিউএসি পরিচালক ড. জগন্নাথ বিশ্বাস, অতিরিক্ত পরিচালক ড. পারভেজ আহমেদ, অ্যাকাউন্টস ডিরেক্টর মো. আশরাফুল আনোয়ার, ডেপুটি ডিরেক্টর খোরশেদ আলম প্রমুখ বক্তব্য দেন।

প্রশিক্ষণ কর্মশালায় প্রাতিষ্ঠানিক অর্থ-ব্যবস্থাপনার নানা কার্যক্রম তথা করণীয় নির্ধারণ ও ব্যয়ের বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি ব্যক্তিগত আয়করের হিসাব ও তা প্রদানের পদ্ধতি আলোচনা করেন বক্তারা। সেই সঙ্গে একটি ভালো অর্থব্যবস্থাপনা কীভাবে কাজকে সফল করে তুলে তারও বর্ণনা দেয়া হয়।

জেডএ/এমএস