যশোরের চৌগাছার পাশাপোল ইউনিয়ন পরিষদের ৩নং (বাড়িয়ালী) ওয়ার্ডের সদস্য মোস্তাফিজুর রহমান মুকুলকে পিটিয়েছে সন্ত্রাসীরা। শনিবার সন্ধ্যা ৭টার দিকে মানিকতলা মোড়ে এ ঘটনা ঘটে। মোস্তাফিজুর রহমান বাড়িয়ালী গ্রামের মৃত সমশের আলী বিশ্বাসের ছেলে।
আহত মোস্তাফিজুর রহমান বলেন, সন্ধ্যায় আলতাপের দোকানের সামনে ছিলাম। এসময় একই গ্রামের সন্ত্রাসী জহুরুলের ছেলে ফন্টু, মজিদের ছেলে মুন্না, সোনা মিয়ার ছেলে ফড়িং, সুরত আলীর ছেলে সাইফুল, রেজাউলের ছেলে লাল্টু, আনছারের ছেলে আব্দারসহ ৬/৭ জন আমাকে পিটিয়ে আহত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে চৌগাছা হাসপাতালে ভর্তি করলে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়। পাশাপোল ইউপি চেয়ারম্যান ওবায়দুল ইসলাম সবুজ বলেন, ‘এই দুষ্কৃতকারীরা বার বার এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। আমি তাদের বিরুদ্ধে প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করছি।’
মিলন রহমান/এফএ/এমএস