শেষ ষোলো নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। তাই স্পোর্টিং লিসবনের বিপক্ষে মেসিকে বেঞ্চে রেখেই মাঠে নামে বার্সা। তবে জয় পেতে কোন সমস্যা হয়নি ভালভার্দের শিষ্যদের। ঘরের মাঠে ২-০ গোলের জয় দিয়েই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো তে গেল দলটি।
শেষ ষোলোতে হয়তো কঠিন প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামতে হতে পারে বার্সাকে। তবে এ নিয়ে চিন্তিত নন বার্সা কোচ। তার ভাষায় শেষ ষোলোতে বার্সা কাউকে ভয় পায় না।
শেষ ষোলোর প্রতিপক্ষ হিসেবে কাউকে পছন্দ করেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ড্রতে কি হবে আমি জানি না। তবে প্রতিপক্ষ হিসেবে আমরা যে কাউকেই মেনে নিবো। কোপায় আমরা সেল্টা ভিগোর বিপক্ষে খেলেছি। তারা যথেষ্ট শক্তিশালী দল।’
শেষ ষোলোতে দল নয়, নিজেদের খেলা নিয়েই চিন্তা ভালভার্দের। এ নিয়ে তিনি বলেন, ‘আমরা যে কোন দলের বিপক্ষেই প্রাধান্য বিস্তার করে খেলতে চাই। অনেক সময় আমরা ভালো খেলি, আবার অনেক সময় খেলি না। তবে সুযোগ তৈরি করতে চাই যাতে তারা কোন সুযোগ না পায়।’
এদিকে শেষ ষোলোর ম্যাচের আগে নিজের রক্ষণ নিয়ে কিছুটা চিন্তিত ভালভার্দে। উমিতি, মাসচেরানোর ইনজুরিতে বুস্কেটসকে খেলতে হচ্ছে রক্ষণে। এছাড়া অনেকদিন পর মাঠে নেমে নিজের সেরাটা দিয়েছেন ভারমালেন বলেও মন্তব্য করেন বার্সা কোচ।
এমআর/আরআইপি