দেশজুড়ে

কালিয়াকৈরে মাটির নিচে নারীর মরদেহ

গাজীপুরের কালিয়াকৈর থেকে মাটি নিচে চাপা দেয়া অবস্থায় অজ্ঞাত পরিচয় এক নারীর ( ৩৫) অর্ধগলিত মরদহে উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে কালিয়াকৈর উপজেলার চাপাইর উনিয়নের বড়গোবিন্দপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের পরনে নীল রঙের প্রিন্টের সেলোয়ার কামিজ রয়েছে।

কালিয়াকৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, রোববার বিকেলে বড়গোবিন্দপুর এলাকার বনের পাশে মাটি চাপা দেয়া অবস্থায় একটি মরদহে দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে রাত ৯টার দিকে মাটি খুঁড়ে ওই নারীর মরদহে উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি বলেন, মরদহেটি ৩/৪দিনের পুরনো এবং পচন ধরেছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ মাটির নিচে চাপা দিয়ে রাখে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

আমনিুল ইসলাম/আরএআর/পিআর