এ বছরের আলোচিত গানের শীর্ষ তালিকায় ছিলো শানের ‘কন্যারে’ গানটি। ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)-র ব্যানারে গানটি প্রকাশ হয় এবছরের এপ্রিলে। প্রকাশ পাওয়ার পরপরই গানটি লুফে নেন দর্শক- শ্রোতা। মাত্র ৮ মাসেই গানটির ইউটিউব ভিউ প্রায় ৯০ লাখ।
দর্শক-শ্রোতাদের এই ভালোবাসার দায়বদ্ধতা থেকেই শান আবার নতুন গান নিয়ে হাজির হচ্ছেন দর্শক-শ্রোতার সামনে। গানের শিরোনাম ‘সখি’। তানিয়া সুলতানার কথায় গানটির সংগীতায়োজন করেছেন শচি শামস। আর সুর করেছেন শিল্পী নিজেই। গানটির ভিডিও ৭০ দশকের একটি জমিদার বাড়ির গল্প নিয়ে নির্মিত হয়েছে। ভিডিওতে শানকে দেখা যাবে একজন লজিং মাস্টারের ভুমিকায়। মোট ছয়টি চরিত্র স্থান পেয়েছে এই গানের ভিডিওতে। এতে শানের নায়িকার চরিত্রে দেখা যাবে মাডেল জেবিন সুলতানাকে।
মানিকগঞ্জের বেতিলার জমিদার বাড়িতে টানা তিন দিন শুটিং হয় গানটির। ভিডিওটির গল্প, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন শুভব্রত সরকার (সিনেআর্ট প্রডাকশন)। ডিওপি ছিলেন কামরুল ইসলাম।
গান এবং ভিডিও সম্পর্কে শান বলেন, ‘সখি’ গানটির কথা, সুর এবং সংগীত সম্পূর্ণ ভিন্ন মাত্রার। আমি গানটিতে আমার সর্বোচ্চ গায়কী দেওয়ার চেষ্টা করেছি। গানটির ভিডিও নির্মাণের ক্ষেত্রে এর গল্প, লোকেশন থেকে শুরু করে সব কিছুতেই রয়েছে ভিন্ন মাত্রা। দর্শক এবং শ্রোতারা পাবেন নতুনত্বের ছোঁয়া । আশা করছি গানটি সকল শ্রেণির শ্রোতাদের ভালো লাগবে।’
ধ্রুব মিউজিক স্টেশন সুত্রে জানা যায়, নতুন বছরের উপহার হিসেবে শ্রোতাদের কাছে খুব শিগগিরই আসবে ‘সখি’র ভিডিও।
এলএ/আরআইপি