‘ওগো, নির্জনে বকুল শাখায় দোলায় কে/ আজি দুলিছে, দোদুল দুলিছে। ঝরকে ঝরকে ঝরিছে বকুল/ আঁচল আকাশে হতেছে আকুল/ উড়িয়া অলক ঢাকিছে পলক/ কবরী খসিয়া খুলিছে’। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর পদ্মাপাড়ের শিলাইদহ কুঠিবাড়ির পুকুর ঘাটের বকুল তলায় বসে লিখেছিলেন এ পদ্যাংশটুকু। শতবর্ষী বকুল ফুলের গাছটি এখনো দাঁড়িয়ে রবীন্দ্রনাথের স্মৃতি আঁকড়ে। রবীন্দ্রনাথের সেই শিলাইদহের কুঠিবাড়িতে আগামী ৬ জানুয়ারি যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সেখানে তিনি রবীন্দ্রনাথের প্রিয় একটি বকুল ফুলের চারা রোপণ করবেন।
আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চতুর্থ সমাবর্তনে যোগ দিতে দুই দিনের সফরে কুষ্টিয়া যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আগামী ৬ জানুয়ারি শনিবার দুপুর ১টার দিকে ঢাকা থেকে একটি হেলিকপ্টার যোগে কুষ্টিয়ার উদ্দেশ্যে তিনি রওয়ানা হবেন। দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিটে কুষ্টিয়া স্টেডিয়াম হেলিপ্যাডে অবতরণ করবেন বলে কুষ্টিয়া জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। পরে সেখান থেকে তিনি কুষ্টিয়া সার্কিট হাউসে যাবেন এবং সেখানে রাত্রিযাপন করবেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি ওই দিন বিকেল সাড়ে ৩টায় রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত শিলাইদহ কুঠিবাড়ি পরিদর্শন করবেন। এ সময় প্রত্নতত্ত্ব অধিদফতর ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তরা রাষ্ট্রপতি আবদুল হামিদকে অভ্যর্থনা জানাবেন। পরিদর্শনকালে শিলাইদহ কুঠিবাড়ি প্রাঙ্গনে রাষ্ট্রপতি একটি বকুল ফুলের চারা রোপণ করবেন। কুঠিবাড়ি পরিদর্শন শেষে বিকেল ৪টা ৩০মিনিটে সার্কিট হাউজে অবস্থান করে সন্ধ্যা ৬টায় লালন একাডেমি পরিদর্শন করবেন এবং লালন একাডেমির অডিটরিয়ামে বিভিন্ন লালন গান উপভোগ করবেন। রাত ৮টায় রাষ্ট্রপতির সঙ্গে কুষ্টিয়া সার্কিট হাউজে স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি ও পেশাজীবীদের সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।
পরদিন ৭ জানুয়ারি রোববার রাষ্ট্রপতি আবদুল হামিদ দুপুর সাড়ে ১২টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪র্থ সমাবর্তনে যোগদান করবেন। সমাবর্তন অনুষ্ঠান শেষে দুপুর ২টা ১৫ মিনিটে কুষ্টিয়া সার্কিট হাউজে প্রত্যাবর্তন করবেন। রাষ্ট্রপতি দুপুর আড়াইটায় কুষ্টিয়া স্টেডিয়াম থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবার পূর্বে তাকে সার্কিট হাউজে গার্ড অব অনার প্রদান করা হবে।
এদিকে রাষ্ট্রপতির কুষ্টিয়া সফর উপলক্ষ্যে জেলা জুড়ে সাজ সাজ রব বিরাজ করছে। তৈরি করা হচ্ছে তোরণ, ব্যানার ফেস্টুন। এছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয়ও সাজছে রং তুলির আঁচড়ে। ক্যাম্পাস অভ্যন্তরীণ রাস্তাঘাট নতুন করে তৈরি করা হয়েছে। ভবনগুলো রঙের ছোঁয়ায় নতুন করে সাজছে। তৈরি করা হয়েছে একটি দৃষ্টিনন্দন ফোয়ারা এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল। এ ম্যুরালটি রাষ্ট্রপতি উদ্বোধন করবেন বলে জানা গেছে। কুষ্টিয়া জেলা প্রশাসন এবং ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান জানান,উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে ক্যাম্পাস এবং এর পার্শ্ববর্তী এলাকায় নিচ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।
কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. জহির রায়হান বলেন, ইতোমধ্যে রাষ্ট্রপতির কুষ্টিয়া সফর উপলক্ষে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। দুই-এক দিনের মধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন হবে। রাষ্ট্রপতির সফরকালে শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি ও বাউল সাধক ফকির লালনের ছেঁউড়িয়ার আখড়াবাড়ি পরিদর্শন করবেন।
আল-মামুন সাগর/আরএআর/এমএস