মার্কিন এক পর্যটক অদ্ভূত এক কাণ্ড করে বসলেন থাইল্যান্ডে। ওই পর্যটক ভায়াগ্রা সেবন করেছিলেন পরিমাণের চেয়ে বেশি। ফলে যা হওয়ার তাই হয়ে গেল। নগ্ন হয়ে ঘুরে বেড়ালেন পুরো বিমানবন্দর।
ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডের ফুকেট বিমানবন্দরে। সম্পূর্ণ নগ্ন হয়ে ঘুরে বেড়ালেন ওই পর্যটক। তাকে সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয় স্থানীয় পুলিশ সদস্যদের।
মার্কিন ওই পর্যটকের নাম স্টিভ চো (২৭)। বিমানবন্দরের আলো ঝলমলে দোকানের সারির পাশ দিয়ে আচমকা জামাকাপড় খুলে আত্মবিশ্বাসের সঙ্গে হাঁটতে থাকেন তিনি। অনেক যাত্রী এ অবস্থায় তাকে দেখে থমকে যান। পরে ডিপারচার হল দিয়ে যাওয়ার সময় নিরাপত্তারক্ষী বাহিনীর ৬ সদস্য তাকে আটক করে।
দক্ষিণ কোরিয়ার ইঞ্চিয়নের বিমান ধরার জন্য বসে ছিলেন স্টিভ। হঠাৎ উঠে পড়ে জামাকাপড় খুলে ফেলেন তিনি। তারপর শুরু করেন হাঁটাহাঁটি।
মার্কিন এই পর্যটক নিউ ইয়র্কের বাসিন্দা। ফুকেট কাণ্ডে গ্রেফতার হওয়ার পর তার মানসিক চিকিৎসা শুরু হয়েছে। তিনি পুলিশকে জানান, ভায়াগ্রা অতিরিক্ত পরিমাণে সেবনের পর জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। এ জন্য ক্ষমা চেয়েছেন তিনি। পরে ছেড়ে দেয়া হয় তাকে। এবিপি আনন্দ।
এসআইএস/জেআইএম