দেশজুড়ে

সিরাজগঞ্জে দুই বিএনপি নেতা গ্রেফতার

নাশকতা, বিস্ফোরকদ্রব্য ও সরকারি কাজে বাধাদানসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সিরাজগঞ্জ জেলা বিএনপির দুই সহ-সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে সিরাজগঞ্জ শহরের ইলিয়ট ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শ্রী অমর কৃষ্ণ দাস ও জেলা বিএনপির সহ-সভাপতি ও শহর বিএনপির সভাপতি নাজমুল ইসলাম তালুকদার রানা।

সিরাজগঞ্জ সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আনিছুর রহমান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা, বিস্ফোরকদ্রব্য ও সরকারি কাজে বাধাদানসহ একাধিক মামলা রয়েছে। এর মধ্যে নাজমুল ইসলাম তালুকদার রানা ২টি ও অমর কৃষ্ণ দাস ৬টি মামলার এজাহারভুক্ত আসামি। বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

ইউসুফ দেওয়ান রাজু/এএম/জেআইএম