ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অপহরণের ১০ দিন পর রিফাত (০৫) নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার খড়িয়ালা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রিফাত একই গ্রামের বাহার মিয়ার ছেলে। সে খড়িয়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল। এ ঘটনায় সোহাগ মিয়া (২৪), সোলায়মান (২২) ও ইলিয়াস (৫৫) নামে তিন অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ৫ জানুয়ারি বাড়ি থেকে অপহৃত হয় রিফাত। পরে মুঠোফোনে রিফাতের বাবার কাছে মুক্তিপণ হিসেবে ৫০ হাজার টাকা দাবি করে অপহরণকারীরা। বিষয়টি পুলিশকে অবহিত করলে পুলিশের নির্দেশে অপহরণকারীদের কথা মতো বিকাশের মাধ্যমে ৩০ হাজার টাকা পাঠানো হয়। তবে শিশুটিকে অপহরণের কয়েক ঘণ্টা পরই শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল বলে জানিয়েছে গ্রেফতাররা। তাদের স্বীকারোক্তির মাধ্যমে সকালে খড়িয়ালা গ্রামে একটি বাসার ছাদ থেকে রিফাতের বস্তাবন্দি মরদেহ উদ্ধার হরে পুলিশ।
সরাইল-আশুগঞ্জ সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান ফকির জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অপহরণের ঘটনায় মামলার পর বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে তিন অপহরণকারীকে আমরা গ্রেফতার করি।
আজিজুল সঞ্চয়/এফএ/পিআর