জাতীয়

রাজধানীতে দখলমুক্ত হলো পাঁচ একর জায়গা

রাজধানীর গাবতলী বেড়িবাঁধ এলাকা এবং গুলশানে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। বৃহস্পতিবার ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারে নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে গাবতলীতে প্রায় একশ’ অস্থায়ী দোকান এবং অবৈধভাবে স্থাপিত ইট-বালি বিক্রয়কেন্দ্র উচ্ছেদ করা হয়। এর ফলে প্রায় পাঁচ একর জায়গা দখলমুক্ত করা হয়েছে।

অন্যদিকে গুলশান-২ এ সদ্য চালু করা গণশৌচাগারের পাশে অবৈধভাবে স্থাপিত একটি খাবার দোকান ও প্রায় ২০টি অস্থায়ী দোকান উচ্ছেদ করে প্রায় পাঁচ হাজার বর্গফুট জায়গা জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।

ডিএনসিসির অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার।

এএস/জেডএ/বিএ