জাতীয়

দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে

সারাদেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়, সারাদেশের আবহাওয়া প্রধাণত শুষ্ক থাকবে এবং আগামী ৪৮ ঘণ্টায় আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত থাকতে পারে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

গতকাল (বৃহস্পতিবার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোর ২৮.২ ডিগ্রি এবং সর্বনিম্ন রাজারহাট ১০.০ ডিগ্রী সেলসিয়াস। আজ (শুক্রবার) ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৬ টা ৪২ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে।

আরএস/এমএস