বাগেরহাটের ফকিরহাট উপজেলায় পিকআপের ধাক্কায় সুজন শেখ (২২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার সকালে বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার মাইক্রোস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুজন শেখ ফকিরহাট উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নের মধ্য বাহিরদিয়া গ্রামের বারিক শেখের ছেলে।
ফকিরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাহিদ শেখ বলেন, সকালে গোপালগঞ্জ থেকে খুলনাগামী একটি পিকআপ মহাসড়কের ওই এলাকায় পৌঁছে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
এতে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সুজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর পুলিশ পিকআপটি আটক করলেও চালক পালিয়ে যায়।
শওকত আলী বাবু/এএম/আরআইপি