ক্যাম্পাস

তদন্ত কমিটির সদস্যরা মানববন্ধন করায় অনাস্থা নিপীড়ন বিরোধীদের

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) গত ১৫, ১৭ ও ২৩ জানুয়ারির অনাকাঙ্ক্ষিত ঘটনায় তিনটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু কমিটির মোট ১১জন সদস্যের ৮ জনই রোববার ঢাবি শিক্ষক সমিতির মানববন্ধনে উপস্থিত থেকে শিক্ষার্থীদের বিচার চেয়েছেন। তাই এ কমিটিকে পক্ষপাতদুষ্ট মনে করেন নিপীড়ন বিরোধী আন্দোলনের সমন্বয়ক মাসুদ আল মাহাদী।

সোমবার দুপুরে ঢাবির মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে তিনি এ অনাস্থার কথা জানান। এ সময় তিনি বলেন, তিনটি তদন্ত কমিটির মোট ১১ সদস্যের মধ্যে ১০জন শিক্ষক। যাদের ৮ জনই আমাদের বিচারের দাবিতে মানববন্ধনে উপস্থিত ছিলেন। তাই আমরা তদন্ত কমিটির ওপর আস্থা রাখতে পারি না।

প্রক্টর ড. একেএম গোলাম রব্বানী দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন উল্লেখ করে সংবাদ সম্মেলনে অবিলম্বে তার পদত্যাগ দাবি করেন মাসুদ আল মাহদী।

এ সময় তিনি নিপীড়ন বিরোধীদের পক্ষে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে- মঙ্গলবার দুপুর ১২টায় প্রতিবাদ মিছিল ও প্রক্টরের কুশপুত্তলিকা দাহ করা।

এমএইচ/এমএমজেড/পিআর