দুই হাত নেই, তাতে কি হয়েছে। জীবন যুদ্ধে থেমে থাকেনি প্রতিবন্ধী মেধাবী ছাত্র মেহেদী হাসান মিঠুর জীবন। বৃহস্পতিবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে সে।
সে পড়াশোনা করছে সাতক্ষীরার তালা উপজেলার সুভাষিণী মাধ্যমিক বিদ্যালয়ে। এ বিদ্যালয় থেকেই মেহেদী হাসান মিঠু এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফরিদ হোসেন জাগো নিউজকে বলেন, মেহেদী হাসান মিঠু অত্যন্ত মেধাবী ছাত্র। তার দুই হাত নেই তবুও তার হাতের লেখা চমৎকার। বাংলা পরীক্ষায় খুব ভালো পরীক্ষা দিয়েছে ছেলেটি।
বিদে সরকারি উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র পরিদর্শনকালে বিষয়টি আমার দৃষ্টিতে আসলে আমি কিছুক্ষণ তার পাশে দাঁড়িয়ে দেখেছি ছেলেটির হাতের লেখা অত্যন্ত চমৎকার। পরীক্ষাও দিচ্ছে খুব ভালো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও জানান, শুধু একজন মেধাবী ছাত্রই নয় মেহেদী হাসান মিঠু। সে একজন প্রতিবন্ধী ভালো ক্রিকেটার। জাতীয় প্রতিবন্ধী ক্রিকেট দলের ৩০ সদস্যের একজন।
আজকের পরীক্ষা শেষে মেহেদী হাসান মিঠু জাগো নিউজকে জানায়, আজকের পরীক্ষা খুব ভালো হয়েছে। দুই হাতের আঙুল না থাকলেও লিখতে আমার কষ্ট হয় না। এখন অভ্যস্ত হয়ে গেছি। আশা করছি সবগুলো পরীক্ষা ভালো হবে এবং সেইসঙ্গে পরীক্ষার ফলাফলও খুব ভালো হবে।
আকরামুল ইসলাম/এএম/জেআইএম