চট্টগ্রাম সড়ক দুর্ঘটনায় আহত পুলিশ সদস্য অংকন বড়ুয়া মারা গেছেন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিলেন। আজ (রোববার) সকাল ৬টার দিকে সেখানেই তার মৃত্যু হয়।
উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি রাতে মোটরসাইকেলে চড়ে বিয়েতে যাচ্ছিলেন পুলিশ সদস্য অংকন বড়ুয়াসহ আরও দুই জন। পথে পটিয়ার ইন্দ্রপোল এলাকায় ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান মনসুরাবাদ পুলিশ লাইনের সদস্য অভি বড়ুয়া (৩০)। আর গুরুতর আহত হন অংকন বড়ুয়াসহ শিমুল শীল নামে দুই জন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করে।
এমএমজেড/এমএস