আজকের আয়োজন

আজকের এই দিনে : ২৬ ফেব্রুয়ারি ২০১৮

১৭৯৭খ্রিস্টাব্দের এই দিনে ব্যাংক অব ইংল্যান্ড প্রথম এক পাউন্ডের নোট প্রচলন করে।

১৮০২ খ্রিস্টাব্দের এই দিনে প্রখ্যাত ফরাসী লেখক ভিক্টর মারি হুগো জন্মগ্রহণ করেন।

১৮৪৮ খ্রিস্টাব্দের এই দিনে দ্বিতীয় ফরাসি প্রজাতন্ত্র স্থাপিত।

১৮৬১খ্রিস্টাব্দের এই দিনে বুলগেরিয়ার জার প্রথম ফার্দিনান্দের জন্ম।

১৮৬৩ খ্রিস্টাব্দের এই দিনে লিংকন জাতীয় মুদ্রানীতি স্বাক্ষর করেন।

১৮৬৯ খ্রিস্টাব্দের এই দিনে রুশ বিপ্লবী ও লেনিনের জীবনসঙ্গিনী নাদেজদা ক্রুপস্কায়া জন্মগ্রহণ করেন।

১৮৭০খ্রিস্টাব্দের এই দিনে নিউ ইয়র্কে প্রথম সাবওয়ে লাইন খুলে দেওয়া হয়।

১৮৭১ খ্রিস্টাব্দের এই দিনে ফ্রান্স-জার্মানির মধ্যে ভার্সাই চুক্তি স্বাক্ষর।

১৮৮৪ খ্রিস্টাব্দের এই দিনে ব্রিটেন ও পর্তুগালের মধ্যে প্রথম চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯০৭ খ্রিস্টাব্দের এই দিনে রয়েল অয়েল ও শেল একত্র হয়ে ব্রিটিশ পেট্রোলিয়ামের যাত্রা শুরু।

১৯০৮ খ্রিস্টাব্দের এই দিনে শিশু সাহিত্যিক লীলা মজুমদারের জন্ম।

১৯৩১ খ্রিস্টাব্দের এই দিনে কলকাতায় মুসলিম ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।

১৯২১ খ্রিস্টাব্দের এই দিনে ইরান ও সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যে একটি মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৫২ খ্রিস্টাব্দের এই দিনে ব্রিটেন পারমাণবিক বোমা তৈরির কথা ঘোষণা করে।

১৯৬৯ খ্রিস্টাব্দের এই দিনে রাওয়ালপিন্ডিতে সরকার ও বিরোধী দলের মধ্যে গোল টেবিল বেঠক।

১৯৭৩ খ্রিস্টাব্দের এই দিনে নরওয়েজীয় ফুটবলার ওলে গানার সলশেয়ার জন্মগ্রহন করেন।

১৯৮০ খ্রিস্টাব্দের এই দিনে ইসরাইল ও মিশরের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন।

১৯৮৬খ্রিস্টাব্দের এই দিনে ইরানের বিশিষ্ট সঙ্গীতজ্ঞ ও সঙ্গীত শিল্পী গোলাম মোহসিন বানান ইন্তেকাল করেন।

১৯৮৭ খ্রিস্টাব্দের এই দিনে জাতীয় সংসদে বাংলা ভাষা প্রচলন বিল পাস।

১৯৯১ খ্রিস্টাব্দের এই দিনে উপসাগরীয় যুদ্ধের অবসান।

এইচআর/জেআইএম