সানি লিওন মারা গেছেন
২০৬০ সালে সানি লিওন মারা গেছেন। তো তার কবরের পাশে ইমরান হাশমি এসে ভীষণভাবে হাসতে লাগলেন। এই দেখে সবাই তো অবাক, তারা ইমরান হাশমিকে প্রশ্ন করলেন-
দর্শনার্থী : আপনি কেন হাসছেন?
হাশমি : বেচারি সানি লিওন! এই প্রথম একা শুইতে দেখলাম তো, তাই হাসছি।
আরও পড়ুন- আজকের জোকস : পঞ্চাশ বার বউ মারা গেছে
****
সব দোষ কবি-সাহিত্যিকদের
বল্টু নেমেছে চুরির পেশায়। চুরি করতে করতে একদিন ধরা খেলো-
পুলিশ : কী বল্টু, তোকে না সেদিন ছেড়ে দিলাম, আর সেদিন তুই প্রমিজ করলি- জীবনে আর চুরি করবি না।
বল্টু : আমার কোনো দোষ নাই স্যার। সব দোষ কবি-সাহিত্যিকদের।
পুলিশ : মানে, খুলে বলতো।
বল্টু : সেদিন যাবার পথে একটা জানালায় উঁকি দিলাম, দেখি একটা ছেলে পড়তেছে।
পুলিশ : তাতে সমস্যা কী?
বল্টু : না মানে, পড়তেছে- একবার না পারিলে দেখ শতবার। তাই তো একবার ধরা খেয়েছি তো কী হয়েছে? শতবার চেষ্টা করবো।
আরও পড়ুন- আজকের জোকস : বিয়ের পরে স্বামী-স্ত্রীর কবিতা
****
সবাই মাথা নতো করে
পল্টু : জানিস আবুল, আমার দাদার কাছে সবাই মাথা নতো করে। এমনকি আমাদের এলাকার চেয়ারম্যানও!
আবুল : আচ্ছা তোর দাদা কে রে?
পল্টু : একজন প্রসিদ্ধ নাপিত।
এসইউ/জেআইএম