জোকস

আজকের জোকস : সানি লিওন মারা গেছেন

সানি লিওন মারা গেছেন

২০৬০ সালে সানি লিওন মারা গেছেন। তো তার কবরের পাশে ইমরান হাশমি এসে ভীষণভাবে হাসতে লাগলেন। এই দেখে সবাই তো অবাক, তারা ইমরান হাশমিকে প্রশ্ন করলেন-

দর্শনার্থী : আপনি কেন হাসছেন?

হাশমি : বেচারি সানি লিওন! এই প্রথম একা শুইতে দেখলাম তো, তাই হাসছি।

আরও পড়ুন- আজকের জোকস : পঞ্চাশ বার বউ মারা গেছে

****

সব দোষ কবি-সাহিত্যিকদের

বল্টু নেমেছে চুরির পেশায়। চুরি করতে করতে একদিন ধরা খেলো-

পুলিশ : কী বল্টু, তোকে না সেদিন ছেড়ে দিলাম, আর সেদিন তুই প্রমিজ করলি- জীবনে আর চুরি করবি না।

বল্টু : আমার কোনো দোষ নাই স্যার। সব দোষ কবি-সাহিত্যিকদের।

পুলিশ : মানে, খুলে বলতো।

বল্টু : সেদিন যাবার পথে একটা জানালায় উঁকি দিলাম, দেখি একটা ছেলে পড়তেছে।

পুলিশ : তাতে সমস্যা কী?

বল্টু : না মানে, পড়তেছে- একবার না পারিলে দেখ শতবার। তাই তো একবার ধরা খেয়েছি তো কী হয়েছে? শতবার চেষ্টা করবো।

আরও পড়ুন- আজকের জোকস : বিয়ের পরে স্বামী-স্ত্রীর কবিতা

****

সবাই মাথা নতো করে

পল্টু : জানিস আবুল, আমার দাদার কাছে সবাই মাথা নতো করে। এমনকি আমাদের এলাকার চেয়ারম্যানও!

আবুল : আচ্ছা তোর দাদা কে রে?

পল্টু : একজন প্রসিদ্ধ নাপিত।

এসইউ/জেআইএম