বর্তমানে ঢাকাই ছবির ব্যস্ত অভিনয়শিল্পী চিত্রনায়ক ইমন। অন্যদিকে চলচ্চিত্রে অনিয়মিত চিত্রনায়িকা নিপুণ। তবে মাঝেমাঝেই তার দেখা মিলে ছোট পর্দায়। এই দুই তারকা ‘মায়ের মমতা’ ও ‘এই তো ভালোবাসা’ শিরোনামের দু’টি ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছিলেন। এছাড়াও কয়েকটি টেলিফিল্ম ও প্রসাধনীর বিজ্ঞাপনেও কাজ করেছিলেন এ জুটি।
সেই ধারাবাহিকতা আবারো জুটি হয়েছেন ইমন ও নিপুণ। তাদের একসঙ্গে দেখা যাবে একটি শপিং মলের বিজ্ঞাপনচিত্রে। এখানে একজন চলচ্চিত্র তারকা হিসেবে দেখা যাবে ইমনকে আর তার স্ত্রী হিসেবে থাকছেন চিত্রনায়িকা নিপুণ।
রাজধানীর উত্তরায় আজ বুধবার সকাল থেকে শুরু হয়েছে বিজ্ঞাপনচিত্রের কাজ। সকাল থেকেই অংশ নিয়েছেন ইমন ও নিপুণ। এই বিজ্ঞাপনটি নির্মাণ করছেন নির্মাতা বাশার।
ইমন বলেন, ‘নিপুণ আমার খুব ভালো একজন বন্ধু। অনেকদিন পর আমরা একসাথে কাজ করছি। বিজ্ঞাপনের গল্পে দেখা যাবে আমি সিনেমার একজন ব্যস্ত অভিনেতা। কাজের চাপে পরিবারকে ঠিকমত সময় দিতে পারি না। শপিং বা ঘুরতে যাওয়া কিছুই হয়ে উঠে না।’
নিপুণ বলেন, ‘প্রায় বছর দেড়েক পর আমি আর ইমন আবার একসঙ্গে কাজ করছি। ২ সর্বশেষ ‘প্রম্পটার’ নামে একটি নাটকে কাজ করেছিলাম ইমনের সঙ্গে ২০১৬ সালের সেপ্টেম্বরে। বেশ এনজয় করছি।’
এই বিজ্ঞাপনের শুটিং আজই শেষ হবে বলে জানা যায়। এরপর খুব শিগগিরই বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বিজ্ঞাপনটি প্রচারিত হবে। বিজ্ঞাপনটি নির্মাণে সার্বিক তত্বাবধানে রয়েছে এশিয়াটিক।
এলএ/আরআইপি