ঈশ্বরদীতে সদ্য যোগদানকারি ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুনের সঙ্গে মতবিনিময় করেছেন সফল ও জাতীয় পদক প্রাপ্ত কৃষকরা। বুধবার বিকেলে ঈশ্বরদী উপজেলা সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন -ঈশ্বরদী উপজেলার ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা বেগম ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা রোকসানা কামরুন্নাহার।
এ সময় কৃষকরা তাদের ক্ষেতে উৎপাদিত ফলমূল ও সব্জী নিয়ে মতবিনিময় সভায় যোগ দেন। এছাড়া সভায় কৃষকদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন তারা।
বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটির সভাপতি ও বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রাপ্ত সফল কৃষক ছিদ্দিকুর রহমান কূল ময়েজের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু জাতীয় কৃষি স্বর্ণ পদক প্রাপ্ত সফল কৃষক বেলী বেগম, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রাপ্ত সফল কৃষক জাহিদুল ইসলাম গাজর জাহিদ, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রাপ্ত সফল কৃষক রবিউল ইসলাম, মৎস্য চাষি আবু তালেব জোয়াদ্দার, মৎস্য চাষি কবির মালিথা, কৃষক হাসিবুর রহমান বাঘা বিশ্বাস, মো. জাকিরুল ইসলাম, আব্দুল হাই, সাইদার হোসেন কপি বাবু ও শাহিন হোসেনসহ ঈশ্বরদীর বিভিন্ন স্তরের কৃষকেরা।
আলাউদ্দিন আহমেদ/আরএ/আরআইপি