ইনজুরির কারণে বিসিএলে আর খেলা হচ্ছে না তাসকিন-মিরাজের। আর নিষেধাজ্ঞার কারণে মাঠের বাইরে সাব্বির। তবে এরই মধ্যে তিনজনকে দেখা গেল একসঙ্গে। মঙ্গলবার তাসকিনের নতুন বাসায় সাব্বির-মিরাজকে এক সঙ্গে দেখা যায়।
নিজের ইনস্টাগ্রামে সাব্বির-মিরাজকে সঙ্গে নিয়ে একটি ছবি পোষ্ট করেছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। ক্যাপশনে লেখেন, ‘আজ (মঙ্গলবার) মিরাজসহ তার পরিবার এবং সাব্বির আমার নতুন বাড়িতে এসেছিল ডিনারের জন্য। সন্ধ্যাটা খুব সুন্দর ছিল।
তাসকিনের ইনজুরি নতুন নয়। পুরোনো ব্যথা আবার ফিরেছে। তবে এরই মধ্যে রিহ্যাব শুরু করে দিয়েছেন তাসকিন। আর মিরাজের চোট সেই অনূর্ধ্ব-১৯ দলে থাকাকালীন। ফলে দুইজনের পুরোপুরি সুস্থ হতে এক থেকে দেড় মাস লাগবে। তবে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামতে মরিয়া এই দুই তারকা।
এমআর/আরএস