দেশজুড়ে

কালকিনিতে বাঁশঝাড় থেকে মরদেহ উদ্ধার

মাদারীপুরের কালকিনিতে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার এনায়েতনগর ইউনিয়নের ভোটস্কুল এলাকার একটি বাঁশঝাড়ের মধ্য থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

লাশের একটি চোখ ও মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানায়। এ সময় ওই স্থান থেকে একটি টর্চ লাইট, মোবাইল সেট ও একটি স্ক্রু ড্রাইভার উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাঁশঝাড়ের মধ্যে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশ খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

কালকিনি থানার ওসি (তদন্ত) হারুন অর রশিদ বলেন, ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় লোকটিকে হত্যা করা হয়েছে। মরদেহের পাশ থেকে টর্চ লাইট, মোবাইল ফোন ও স্ক্রু ডাইভার পাওয়া গেছে। তবে এখনও পরিচয় শনাক্ত করা যায়নি।

একে এম নাসিরুল হক/আরএআর/পিআর