দেশজুড়ে

স্বামীকে হত্যাসহ ১০ মামলার আসামি আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

বরিশালের বানারীপাড়ায় স্বামী হত্যাসহ ১০ মামলার আসামি সাবিনা ইয়াসমিন নামের এক আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় বানারীপাড়ায় নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সাবিনা ইয়াসমিন উপজেলার সলিয়া বাকপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি ২০২৪ সালে আওয়ামী লীগের সমর্থন নিয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হয়েছিলেন।

স্থানীয় সূত্রে গেছে, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আব্দুল্লা ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুছের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন সাবিনা ইয়াসমিন। বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সব কর্মসূচিতে অংশ নিতেন তিনি। তার বিরুদ্ধে নিজ অসুস্থ স্বামী ও ব্যবসায়ী সালাম গোলন্দাজকে হত্যার অভিযোগে আদালতে একটি হত্যা মামলা হয়। ওই মামলায় তিনি জামিনে ছিলেন। এছাড়া স্বামী হত্যার অভিযোগসহ অন্তত ১০টি মামলা রয়েছে সাবিনা ইয়াসমিনের বিরুদ্ধে।

বানারীপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যার দিকে নিজ বাসভবন থেকে ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবিনা ইয়াসমিনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

শাওন খান/কেএইচকে