দেশজুড়ে

গোপালগঞ্জে অধিগ্রহণকৃত জমির মূল্য তিনগুণ করার দাবি

গোপালগঞ্জের মুকসুদপুরের রাঘদী ইউনিয়নে বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণ প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত জমির মূল্য প্রধানমন্ত্রী ঘোষিত তিনগুণ দাবিতে মানববন্ধন করেছেন ছাগলছিড়া-শশীকান্দি গ্রামবাসী। বৃহষ্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ছাগলছিড়া নামক স্থানে প্রকল্পের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে ছাগলছিড়া এলাকার মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান খান বলেন, পটুয়াখালী-গোপালগঞ্জ ৪০০ কেভি বিদ্যুৎ সঞ্চারন লাইন ও ২৩০/৪০০/১৩২ কেভি গ্রিড উপকেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় মুকসুদপুরের রাঘদী ইউনিয়নের ছাগলছিড়া শশীকান্দি গ্রামের ৬০ একর জমি অধিগ্রহণ করা হয়। এ জন্য জমির মালিকদেরকে জেলা প্রশাসক ১৯৮২ সালের ২নং অধ্যাদেশের ৩ ধারা অনুযায়ী নোটিস করে। সেই সঙ্গে ক্ষতিপূরণ বাবদ জেলা প্রশাসন অধিগ্রহণকৃত এ সমস্ত জমির মূল্য দেড়গুণ নির্ধারণ করে। তিনি বলেন, ইতোমধ্যে প্রধানমন্ত্রী জাতীয় সংসদে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ মূল্য বাবদ তিনগুণ দেয়া হবে বলে ঘোষণা দেন। আমরা ক্ষতিগ্রস্ত ভূমির মালিকরা প্রধানমন্ত্রীর সেই ঘোষণার বাস্তবায়ন চাই।

রাঘদী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য মুক্তি বেগম বলেন, আমরা উন্নয়ন চাই। আমাদের এলাকায় প্রধানমন্ত্রী যে বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণের পরিকল্পনা নিয়েছেন সেজন্য প্রধানমন্ত্রীকে আমরা কৃতজ্ঞতা জানাই। কিন্তু অধিগ্রহণকৃত জমির মধ্যে আমরা ক্ষতিগ্রস্ত এমনও ভূমি-মালিক রয়েছি, যাদের ওই জমিটুকুই জীবন-জীবিকার একমাত্র সম্বল। প্রধানমন্ত্রীর ঘোষণানুযায়ী যদি জমির মূল্য তিনগুণ পাই, তাহলে আমরা কোনোভাবে সন্তান-সন্তুতি নিয়ে বেঁচে থাকতে পারব। তা না হলে আমাদের নিঃস্ব হয়ে যেতে হবে।

এস এম হুমায়ূন কবীর /আরএ/পিআর