দেশজুড়ে

পত্নীতলায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

নওগাঁর পত্নীতলায় বজ্রপাতে ফিরোজ হোসেন (৩২) নামে এক কৃষক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আমাইর ইউনিয়নের হরিপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। মৃত ফিরোজ হরিপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানায়, সকাল থেকে হরিপুর গ্রামের মাঠে ফিরোজ হোসেন তার জমিতে ধান কাটার কাজ করছিলেন। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় হঠাৎ তার উপরে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

পত্নীতলা থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বজ্রপাতে কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আব্বাস আলী/আরএ/পিআর