পাবনার ঈশ্বরদী উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি করায় রনি ইসলাম রনি (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর এলাকার জগন্নাথপুর নিজ বাড়ি হতে তাকে আটক করা হয়।
আটককৃত রনি ওই এলাকার মোহাম্মদ টিপু কারিগরের ছেলে এবং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ছাত্রদলের সক্রিয় কর্মী।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে রনির ব্যক্তিগত আইডি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কয়েকটি ছবি ব্যাঙ্গাত্মক করে অশ্লীল কথা লিখে গত ১৩ এপ্রিল পোস্ট দেয় রনি। ওই পোস্ট ভাইরাল হয়ে পড়লে বিষয়টি সচেতন মানুষ ও ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দের নজরে আসে। পরে ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রনি বাদী হয়ে থানায় অভিযোগ করলে বৃহস্পতিবার দুপুরে তাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, তাকে আটক করে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চলছে। তার ব্যক্তিগত আইডি হতে ঘটনার সত্যতা পাওয়া গেলে তথ্য ও প্রযুক্তি আইনে মামলা নথিভুক্ত করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
আলাউদ্দিন আহমেদ/আরএ/জেআইএম