বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ বিভাগের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. সোহরাব হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। শনিবার (১২ মে) সকাল সোয়া ১০টায় রাজধানীর রমনা অফিসার্স কোয়াটারে হৃদরোগে আক্রান্ত হবার পর মনোয়ারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও তিন কন্যাসহ বহু আত্মীয় স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
পুলিশ সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা এ কে এম কামরুল আহছান স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।
জেইউ/এসআর/এমএস/জেআইএম