জাতীয়

ঢাকার দুই থানার ওসি বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডেমরা ও আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। রোববার অফিস আদেশে তাদের বদলি করা হয়।

আদেশে বলা হয়েছে, ডিএমপির লজিস্টিকস বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) মো. সিদ্দিকুর রহমানকে ডেমরা থানার ওসি, ডেমরা থানার ওসি এসএম কাওসার আহমেদকে আদাবর থানার ওসি এবং আদাবর থানার ওসি শেখ শাহিনুর রহমানকে ডিএমপির গোয়েন্দা পূর্ব বিভাগে বদলি করা হয়েছে। এদিকে একই দিন পৃথক আরেক আদেশে কাউন্টার টেররিজম বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. মাহাবুবুর রহমানকে শাহবাগ থানার অপারেশন অফিসার, শাহবাগ থানার অপারেশন অফিসার আবুল কালাম আজাদকে মোহাম্মদপুর থানার তদন্ত অফিসার, পল্টন থানার অপারেশন অফিসার মো. আবু সিদ্দিককে ওয়ারী থানার অপারেশন অফিসার ও ওয়ারী থানার অপারেশন অফিসার মাহবুব আলমকে পল্টন থানার অপারেশন অফিসার হিসেবে বদলি করা হয়েছে।

এআর/এমআরএম