দেশজুড়ে

জামালপুরে স্ত্রী নির্যাতন মামলায় সাংবাদিক গ্রেফতার

স্ত্রী নির্যাতনের মামলায় ৭১ টিভি ও আমাদের সময় পত্রিকার জামালপুর প্রতিনিধি আতিকুল ইসলাম রুকনকে গ্রেফতার করেছে পুলিশ। শহরের রানীগঞ্জ বাজার এলাকা থেকে শনিবার বিকেলে সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।পুলিশ জানায়, ৭১ টিভির সাংবাদিক আতিকুল ইসলাম রুকনের স্ত্রী কাজী সোহেনা সোবহান ছন্দা শনিবার দুপুরে বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে নিষিদ্ধ পল্লীতে যাতায়াত এবং তাকে শারীরিক নির্যাতনের অভিযোগ এনে জামালপুর সদর থানায় একটি নারী নির্যাতন মামলা দায়ের করেন। জামালপুর সদর থানার নারী ও শিশু নির্যাতন মামলা নং-২, তারিখ ১/৮/১৫।শনিবার বিকেলে ওই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোজাম্মেল হক জামালপুর শহরের রাণীগঞ্জ বাজার এলাকায় নিজস্ব অফিস থেকে আতিকুল ইসলাম রুকনকে গ্রেফতার করনে। তাকে নারী ও শিশু নির্যাতন আইনের ১১ (গ) ধারায় গ্রেফতার করা হয়। পরে ওইদিনই তাকে কারাগারে পাঠায় পুলিশ। ইতিপূর্বে নৈতিক স্খলনজনিত ঘটনায় জড়িত থাকার অভিযোগে রুকনকে জামালপুর জেলা প্রেসক্লাব থেকেও বহিষ্কার করা হয়।জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আওয়াল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, স্ত্রী নির্যাতন মামলায় ওই সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে।শুভ্র মেহেদী/বিএ