জাতীয়

শক্তিমান চাকমা হত্যা মামলার দুই আসামি আশুলিয়ায় গ্রেফতার

রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমা হত্যা মামলার প্রধান দুই আসামিকে আশুলিয়া থেকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ‘বন্দুকযুদ্ধের নামে হত্যা’, ‘সেনা রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ’সহ বিভিন্ন লিফলেট উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ।

শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে আশুলিয়ার বুড়ির বাজার এলাকার একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার দুইজন হলেন- রাঙ্গামাটির বাসিন্দা রিপন চাকমা ও সুনীল ত্রিপুরা। তারা ইউপিডিএফ’র সদস্য।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন ছোটন জানান, রাঙ্গামাটিতে উপজেলা চেয়ারম্যান হত্যাকাণ্ডে জড়িত দুই আসামি আশুলিয়ায় অবস্থান করছে এমন সংবাদে অভিযান চালনা হয়। পরে বুড়ির বাজার এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গত ৩ মে (বৃহস্পতিবার) বেলা ১১টায় নানিয়ারচর উপজেলা পরিষদের কার্যালয়ে যাওয়ার পথে অ্যাডভোকেট শক্তিমান চাকমাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক জনসংহতি সমিতি থেকে বেরিয়ে গঠিত জনসংহতি সমিতি এমএন-লারমার প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ছিলেন।

আল-মামুন/আরএস