চট্টগ্রাম নগরের খুলশী থানার সেগুনবাগিচা এলাকার একটি বাসা থেকে মোছাম্মৎ রিতা (২৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যদের দাবি, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বুধবার (৬ জুন) ভোরে সেগুনবাগিচা এলাকার অফিসার্স কলোনির বাসা থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার তাকে উদ্ধার করা হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসাপাতাল নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতাল পু্লিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জাগো নিউজকে বলেন, ‘আজ সকালে সেগুনবাগিচার অফিসার্স কলোনি থেকে এক গৃহবধূকে হাসাপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, রিতা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে কী কারণে আত্মহত্যা করেছেন তারা তা জানাতে পারেননি।
নিহত রিতা ওই এলাকার মো. মাহমুদের স্ত্রী বলে জানা গেছে।
আবু আজাদ/আরএস/এমএস