জনপ্রিয় অভিনেত্রী ভাবনার উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘গুলনেহার’। এই টেলিফিল্মে একজন নারীর যৌবন, বিবাহ, পরিণত বয়স, তার মনের ভেতর আবেগ অনুভূতি, বাস্তব জীবনের সাথে মিল অমিল, জীবনের চরম উত্থান, প্রেম, দাম্পত্য, ভালোবাসা ইত্যাদির তুলে ধরেছেন ভাবনা।
প্রথম জীবনে তার স্বামী প্রেম, মধ্য বয়সে সন্তান, পরিণত বয়সে অন্যান্য সম্পর্ক, একই সাথে বনেদী পরিবারের পুরান ঢাকার একটি মেয়ের জন্মগ্রহণ থেকে পরিণত বয়স পর্যন্ত ঘটে যাওয়া বিভিন্ন বিষয় উঠে এসেছে।
অনিমেষ আইচ-এর রচনা ও পরিচালনায় জিবন্ত হয়ে উঠেছে ‘গুলনেহার’ উপন্যাসের চরিত্রগুলো। গুলনেহার চরিত্রে অভিনয় করেছেন ভাবনা। এতে আরও রওনক হাসান, লুৎফর রহমান জর্জ, রুনা খান, অ্যালেন শুভ্র, দিলারা জামান প্রমুখ।
আজ ঈদের ৩য় দিন বেলা ২টা ১০ মিনিটে বাংলাভিশনে প্রচার হবে টেলিফিল্মটি।
এমএবি/এলএ/জেআইএম