লাইফস্টাইল

নখ যখন চিরুনি

একটু বাতাস এলেই এলোমেলো হতে পারে শখের চুল। এলোচুলে ঘুরলে দেখতেও ভালো লাগবে না। তাই বলে ব্যগে করে চিরুনি বয়ে বেড়ানো সব সময় নিশ্চয়ই সম্ভব নয়। আবার জনসমক্ষে চিরুনি বের করে চুল আঁচড়ানোটাও ভীষণ অস্বস্তিকর। এরকম সমস্যায় পড়তে হয় অনেককেই।

আরও পড়ুন: নারকেল তেল চুলের জন্য কতটা উপকারী?

এই সমস্যার সমাধানেই এগিয়ে এসেছে ‘নেল সানি’ নামের এক ম্যানিকিওর সংস্থা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘মিরর’-এর প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, রাশিয়ার এই বিউটি সালোঁ সে রকমই বন্দোবস্ত করেছে। প্রতিটি নখেই চিরুনি লাগানোর ব্যবস্থা করে এই মুহূর্তে সংবাদ-শিরোনামে এই সংস্থা।

আরও পড়ুন: চুল কাটুন মুখের গড়ন বুঝে

সম্প্রতি তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করে নেল সানি। এই ভিডিওতেই বিস্তারিত দেখানো হয়, কীভাবে বানানো হবে এই নখ-চিরুনি। শুধু তা-ই নয়। বিচিত্র বর্ণে তাকে রং করার ব্যপারেও পরামর্শ দিয়েছে এই ভিডিও। এই ‘নখ-চিরুনি’-র নাম দেওয়া হয়েছে ‘ব্রাশ নেলস’।

 

A post shared by Nail Sunny (@nail_sunny) on Jun 13, 2018 at 9:53am PDT

এবেলা/এইচএন/জেআইএম