দেশজুড়ে

পুঠিয়ায় ধান খেতে নারীর মরদেহ

রাজশাহীর পুঠিয়ায় ধান খেত থেকে নাসিমা বেগম (৩৫) নামে এক নারীর মরেদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের কাজুপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত নাসিমা বেগম একই ইউনিয়নের গোপালপাড়া এলাকার হোসেন আলীর মেয়ে। স্বামী পরিত্যাক্তা ওই নারীর এক ছেলে সন্তান রয়েছে। বাবার বাড়িতে থেকে স্থানীয় একটি খাবার হোটেলে কাজ করতেন নাসিমা।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিল উদ্দিন আহম্মেদ জানান, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য শুক্রবার সকালে মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হবে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

ওসি আরো বলেন, সন্ধ্যায় কাজুপাড়া এলাকার ধান খেতে মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নেয়। এনিয়ে আইনত ব্যবস্থাও নেয়া হচ্ছে বলে জানান ওসি।

ফেরদৌস সিদ্দিকী/এফএ/এমএস