দেশজুড়ে

বালিয়াকান্দির ১২ কি.মি. সড়কের বেহাল দশা

রাজবাড়ীর বালিয়াকান্দি-নারুয়া ও বালিয়াকান্দি-মেঘচামী সড়কের বেহাল দশা। ১২ কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

দীর্ঘদিন সড়ক দুটি সংস্কার না হওয়ায় ভাঙাচোরা ও ছোট-বড় গর্তের কারণে প্রতিনিয়ত যানবাহন বিকল হচ্ছে। ঘটছে দুর্ঘটনা। ভোগান্তি পোহাচ্ছে এসব রুটের যাত্রীরা।

সরেজমিনে দেখা যায়, বালিয়াকান্দি-নারুয়া সড়কের বালিয়াকান্দি বাসস্ট্যান্ড থেকে প্রায় ১২ কিলোমিটার সড়ক একেবারেই চলাচলের অনুপযোগী। সড়কের বিভিন্ন অংশে সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্ত। এসব গর্তে পানি জমে আছে। গর্তে পড়ে যানবাহন বিকল হওয়াসহ ঘটছে দুর্ঘটনা।

এদিকে, বালিয়াকান্দি-মেঘচামী সড়কের অবস্থা প্রায়ই একই। ভাঙাচোরা সড়ক দিয়ে যানবাহন ও যাত্রীদের চলাচল করতে ভোগান্তি পোহাতে হচ্ছে।

বালিয়াকান্দি-নারুয়া ও বালিয়াকান্দি-মেঘচামী সড়কে চলাচলকারী যানবাহনের চালকরা জানান, দীর্ঘদিন সড়ক দুটি সংস্কার করা হয়নি। ফলে সড়কে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। এর মধ্য দিয়েই তাদের চলাচল করতে হচ্ছে। অনেক সময় গর্তের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ঘটছে দুর্ঘটনা।

বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, বালিয়াকান্দি-নারুয়া ও মেঘচামীর সড়ক দুটি একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। সড়ক দুটির একটি নারুয়া হয়ে পাংশা অপরটি মেঘচামী হয়ে মধুখালী গেছে। সড়ক দুটি সংস্কার হবে। ইতোমধ্যে সংস্কারের সব কাজ শেষ হয়েছে। এখন শুধু টেন্ডার হলেই কাজ শুরু হবে।

রাজবাড়ীর এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী খান এ শামীম বলেন, বালিয়াকান্দি-নারুয়া ও বালিয়াকান্দি-মেঘচামীর সড়ক দুটিকে আরসিআইপি প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে। সংস্কারের জন্য প্রয়োজনীয় তথ্য-উপাত্ত দপ্তরে পাঠানো হয়েছে। সদর দপ্তরের অনুমোদন পেলে টেন্ডার ডাকা হবে।

রুবেলুর রহমান/এএম/জেআইএম