দেশজুড়ে

সখীপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

টাঙ্গাইলের সখীপুরের মহান্দনপুর বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় ইদ্রিস আলী (৫৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত ইদ্রিস আলী উপজেলার ইন্দারজানি গ্রামের মৃত ইয়ারমামুদ মিয়ার ছেলে। রোববার সকালে গোপিনপুর-সখীপুর সড়কের এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতের পরিবার সূত্র জানায়, সকালে ইদ্রিস আলী মোটরসাইকেলযোগে সখীপুর যাওয়ার পথে গোপিনপুর-সখীপুর সড়কের মহান্দনপুর বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। ইদ্রিস আলী ইন্দারজানি বাজারে দীর্ঘ দিন ধরে সার ও কীটনাশকের ব্যবসা করে আসছিলেন।

সখীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) গোলাম হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরিফ উর রহমান টগর/আরএ/আরআইপি