তরুণ কবি ইমরান মাহফুজের কাব্যগ্রন্থ ‘দীর্ঘস্থায়ী শোকসভা’ থেকে কবিতা নিয়ে আবৃত্তি অ্যালবাম প্রকাশ করা হয়েছে। এতে আবৃত্তি করেছেন আলমগীর ইসলাম শান্ত। এ উপলক্ষে ২২ জুলাই সন্ধ্যায় বাংলামটরে লায়নিক কার্যালয়ে প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফা, বেলায়েত হোসেন, কবি জাহিদুল হক, রেজাউদ্দিন স্টালিন, আলমগীর রেজা চৌধুরী, জামসেদ ওয়াজেদ, কথাশিল্পী জুলফিয়া ইসলাম।
গল্পকার সোহরাব শান্তর উপস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গীতিকবি শহীদুল্লাহ ফরায়েজী। অ্যালবামটি লায়নিক মাল্টিমিডিয়ার প্রযোজনায় ঐতিহ্য প্রকাশনীর সহযোগিতায় প্রকাশিত হয়। মূল বইতে ৬০টি কবিতা থাকলেও সেখান থেকে বাছাই করে ১১টি কবিতা নিয়ে অ্যালবামটি করা হয়েছে।
এসইউ/পিআর