দেশজুড়ে

বরিশালে বাসদ প্রার্থীর ১৪ দফা ইশতেহার ঘোষণা

বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) নির্বাচনকে সামনে রেখে ১৪ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন বাসদের মেয়র প্রার্থী ডা. মনিষা চক্রবর্তী। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে নগরীর অশ্বিনী কুমার হলে সংবাদ সম্মেলনে করে তিনি এই ইশতেহার ঘোষণা করেন।

ইশতেহারে ডা. মনিষা উল্লেখ করেন, নগরীর পরিকল্পিত উন্নয়নে মাস্টার প্ল্যান বাস্তবায়ন, জনগণের মতামত নিয়ে শিল্পভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি এবং ইলিশসহ কৃষি উৎপাদনের সুষ্ঠু ব্যবহারের লক্ষ্যে অ্যাগ্রোবেজ শিল্প প্রতিষ্ঠান , ফুড প্রসেসিং জোন, কর্মজীবী নারীদের জন্য ডে কায়ার সেন্টার, আবাসিক ব্যবস্থা, নারীদের জন্য পৃথক শৌচাগার, চিকিৎসা সুবিধা বঞ্চিতদের জন্য এলাকায় এলাকায় স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ, বরিশাল সিটি করপোরেশনে নগর কাউন্সিল গঠন করা, দুর্নীতিমুক্ত ও জবাবদিহীতামূলক সিটি করপোরেশন গড়া, নগরীকে নারী ও শিশুবান্ধব হিসেবে গড়ে তোলা, অধিকার বঞ্চিত ও অনুন্নত এলাকার উন্নয়ন করা, নিরাপদ কর্মসংস্থানের ব্যবস্থা ও যুবকদের উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করা, নগরীর খালগুলো পুনরুদ্ধার ও জলাবদ্ধতা নিরসন করা, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালু করা, শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন ঘটানো ও নিশ্চিত করা, সিটি করপোরেশেনের নিম্নআয়ের কর্মচারীদের বেতন নিশ্চিত করা, ব্যাটারিচালিত রিকশা-অটোরিকশা চলাচলের জন্য বিশেষ উদ্যোগ নেয়াসহ নগরীর উন্নয়নে আরও কিছু কর্মকাণ্ড বাস্তবায়নের উদ্যোগ নেবেন।

সরকার কিংবা প্রশাসনের অসহযোগিতায় বা চাপে দায়িত্বপালনে অসমর্থ হলে জনগণের মতামতের ওপর ভিত্তি করে পদত্যাগের মত সিদ্ধান্ত নিতে পিছু পা হবেন না বলে জানান ডা. মনিষা চক্রবর্তী ।

এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন- বাসদ কেন্দ্রীয় সদস্য রসিদ ফিরোজ, জোহুরা রেখা, ইমরান হাবীব রুমন, বদরুজ্জোহা সৈকত, শ্রমিক নেতা মো. হাসেম ও আ. রাজ্জাকসহ বাসদের নেতাকর্মীরা।

প্রসঙ্গত, বরিশাল সিটি নির্বাচনে মনিষা চক্রবর্তী প্রথম নারী মেয়র প্রার্থী। পেশায় তিনি একজন চিকিৎসক। তার রাজনৈতিক পরিচয় বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল জেলা কমিটির সদস্যসচিব। মাটির ব্যাংকে সাধারণ মানুষের জমানো টাকায় চলছে তার নির্বাচনী কার্যক্রম।

সাইফ আমীন/আরএ/এমএস