জাতীয়

আরও দুই হজ ফ্লাইট বাতিল

অব্যাহত যাত্রী সংকটের কারণে আরও দুই হজ ফ্লাইট বাতিল করেছে বাংলাদেশ এয়ারলাইন্স। মঙ্গলবার পর্যন্ত বাতিল হওয়া মোট হজ ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ২০টি।

মঙ্গলবার বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে রয়েছে- বিজি-১০৯৩ ও বিজি-৩০৯৩। বারবার তাগাদা দেয়া সত্ত্বেও হজ এজেন্সিগুলো যথাসময়ে টিকিট ক্রয় না করায় একের পর এক ফ্লাইট বাতিলের মতো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হচ্ছে।

ফ্লাইট বাতিলের কারণে এখন পর্যন্ত বিমানের ক্যাপাসিটি লস (যাত্রী পরিবহনের সামর্থ্য কমা) হয়েছে নয় হাজারের মতো।

বিমানের মুখপাত্র শাকিল মেরাজ জানান, বিমান প্রতিদিন ৫২৮টি হজ এজেন্সিকে ই-মেইলের মাধ্যমে কোন ফ্লাইটে কত সিট (আসন) খালি আছে সে বিষয়ে আপডেট তথ্য প্রদান করছে এবং দ্রুত টিকিট ক্রয়ে তাগাদা দেয়া হচ্ছে। কিন্তু এরপরও এজেন্সিগুলো কর্ণপাত করছে না। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, বাড়িভাড়া ও ভিসার আগেই টিকিট ক্রয়ের নির্দেশনা থাকলেও অনেক এজেন্সি এখনও তাদের নির্ধারিত টিকিট ক্রয় করেনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হজ শুরুর ৫০ দিন আগে বিমানের টিকিট বিক্রির কার্যক্রম শুরু হয়। কিন্তু এজেন্সিগুলো সময় মতো টিকিট সংগ্রহ না করায় এখনও হজ ডেডিকেটেড ফ্লাইটের নয় হাজারের মতো টিকিট বাতিল করতে হয়েছে।

আরএম/এমএআর/পিআর