দেশজুড়ে

ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু

রাজশাহী নগরীতে ট্রেনে কাটা পড়ে লাভলু (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লাভলু নগরীর নতুন বুধপাড়া এলাকার নকিব উদ্দিনের ছেলে।

রাজশাহী রেলওয়ে পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদ ইকবাল জানান, রেল কর্তৃপক্ষ তাদের দুর্ঘটনার খবর জানায়নি। তবে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছায় রেলওয়ে পুলিশ। কিন্তু তার আগেই মরদেহ নিয়ে যান স্বজনরা।

ওসি সাইদ আরও বলেন,স্থানীয়রা দুর্ঘটনার যে সময় জানিয়েছেন, ওই সময় খুলনা ছেড়ে আসা মহানন্দা এক্সপ্রেস রাজশাহীতে ঢুকছিল। ধারণা করা হচ্ছে ওই ট্রেনেই কাটা পড়েছে ওই কিশোর।

পরে মহানন্দা এক্সপ্রেস চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে রাজশাহী রেলওয়ে স্টেশন ছেড়ে যায়।

ফেরদৌস সিদ্দিকী/আরএ/এমএস