চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) তিন উপকমিশনার (ডিসি) পদে পরিবর্তন এসেছে। বুধবার (২৯ আগস্ট) দুপুরে সিএমপি কমিশনার মাহবুবর রহমান এই রদবদলের আদেশ দিয়েছেন বলে জাগো নিউজকে নিশ্চিত করেছে চট্টগ্রাম নগর পুলিশের গণমাধ্যম শাখা।
চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) অপরাধ বিভাগের উত্তর জোনের দায়িত্বে থাকা আব্দুল ওয়ারিশ খানকে নতুন দায়িত্ব দিয়ে নগর পুলিশের বিশেষ শাখায় উপকমিশনার পদে পদায়ন করা হয়েছে। তার জায়গায় উপ-কমিশনার (উত্তর) হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে বরগুনা জেলা পুলিশ সুপারের পদ থেকে সদ্য বদলি হয়ে আসা বিজয় বসাককে।
এছাড়া বরগুনার পুলিশ সুপার হিসেবে সম্প্রতি বদলি হয়েছেন সিএমপির উপকমিশনার (পরিবহন ও সরবরাহ) মারুফ হোসেন। তার স্থলাভিষিক্ত হয়েছেন সিএমপির উপকমিশনার (বিশেষ শাখা) মোখলেছুর রহমান।
এমআরএম/জেআইএম