আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেডের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন (কাজল)। এর আগে তিনি প্রতিষ্ঠানটির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রতিষ্ঠানটির ২৬ তম পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান হিসেবে তাকে নির্বাচিত করা হয় বলে বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আলমগীর শামসুল আলামিন দুই মেয়াদে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি আবাসন খাতের র্শীষ প্রতিষ্ঠান শামসুল আলামিন রিয়েল এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক। এ ছাড়া ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
এসআই/জেডএ/জেআইএম