দুবাইয়ে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে অস্ট্রেলিয়ার বোলারদের রীতিমতো কাঁদিয়ে ছাড়ছেন পাকিস্তানের দুই ওপেনার। দুই সেশন বল করেও ইমাম উল হক আর মোহাম্মদ হাফিজের উদ্বোধনী জুটিটিই ভাঙতে পারেননি স্টার্ক-সিডলরা।
বিনা উইকেটে ১৯৯ রান নিয়ে চা-বিরতিতে গেছে পাকিস্তান। সেঞ্চুরি তুলে নিয়েছেন অভিজ্ঞতার বিচারে শেষ মুহূর্তে দলে জায়গা করে নেয়া মোহাম্মদ হাফিজ। ১৮৬ বলে ১৪ বাউন্ডারিতে ১১৩ রানে অপরাজিত আছেন তিনি।
আরেক ওপেনার ইমাম উল হকও সেঞ্চুরির অপেক্ষায়। তিনি অবশ্য বেশ দেখেশুনে খেলছেন। ১৮১ বলে ৭ চার আর ২ ছক্কায় বাঁহাতি এই ওপেনার ব্যাট করছেন ৭৫ রান নিয়ে।
দুবাইয়ে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ। এই সিরিজে দুটি টেস্ট খেলবে অস্ট্রেলিয়া আর পাকিস্তান।
এমএমআর/জেআইএম