দেশজুড়ে

ডান্ডাবেড়ি পরিয়ে ছাত্রদল সভাপতি রনিকে আদালতে নিল পুলিশ

কারাগারে থাকা নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনিকে ডান্ডাবেড়ি পরিয়ে আদালতে তুলেছে পুলিশ। পরে একটি নাশকতা মামলায় তাকে তিনদিনের রিমান্ডে নেয় পুলিশ।

রোববার সকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল মহসিনের আদালতে একটি নাশকতা মামলায় সাতদিনের রিমান্ড চেয়ে রনিকে হাজির করা হলে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন ব্চিারক।

এদিকে, কারাগারে থাকা ছাত্রদল সভাপতি মশিউর রহমান রনিকে ডান্ডাবেড়ি পরিয়ে আদালতে হাজির করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা।

তারা বলেন, রনি একজন রাজনীতিক নেতা। তিনি কোনো দাগি আসামি নয় যে তাকে ডান্ডাবেড়ি পরিয়ে আদালতে হাজির করতে হবে। রনি জেলা ছাত্রদলের সভাপতি। অথচ পুলিশের সাজানো মামলায় আসামি করে আজকে রনিকে ডান্ডাবেড়ি পরিয়ে আদালতে আনল পুলিশ। এ ঘটনার নিন্দা জানাই আমরা।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের এসআই হানিফ মিয়া বলেন, ফতুল্লা থানার একটি নাশকতা মামলায় রনির সাতদিনের রিমান্ড চাইলে শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল মহসিন তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ বিষয়ে মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, পুলিশ রাষ্ট্রীয় সন্ত্রাস শুরু করেছে। যা ইচ্ছা তাই করছে। যাকে তাকেই অস্ত্রবাজ বানাচ্ছে। ছাত্রদল নেতা রনি পুলিশের ষড়যন্ত্রের শিকার। বিএনপি যাতে আগামী নির্বাচনে অংশ নিতে না পারে সে জন্য দলের নেতাকর্মীদের বিভিন্ন মামলা দিয়ে রিমান্ডে নিচ্ছে পুলিশ।

জানা গেছে, তিনটি অস্ত্র মামলায় সাতদিনের রিমান্ড শেষে রনিকে গত ২৪ সেপ্টেম্বর কারাগারে পাঠান আদালত। এর আগে দুটি অস্ত্র মামলায় দুই দফা পাঁচদিন রিমান্ড শেষে গত ২২ সেপ্টেম্বর পাঁচটি কার্তুজ উদ্ধারের মামলায় তৃতীয় দফায় দুইদিনের রিমান্ডে নেয় ডিবি পুলিশ। রোববার তিনদিনের রিমান্ডের মধ্য দিয়ে চতুর্থবারের মতো রনিকে রিমান্ডে নেয় পুলিশ।

পুলিশের দাবি, রিমান্ডের আসামি মশিউর রহমান রনিকে নিয়ে গত ২০ সেপ্টেম্বর ভোরে ফতুল্লা দাপা ইদ্রাকপুর ওরিয়ন গ্রুপের মাঠে একটি পাইপ গান উদ্ধার করা হয়। পরে এসআই কামরুল ইসলাম বাদী হয়ে আরেকটি অস্ত্র মামলা দায়ের করলে রনির সাতদিনের রিমান্ড আবেদন করা হয়। এ মামলায় দুইদিনের রিমান্ডে নেয় ডিবি পুলিশ।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল মহসিনের আদালতে ফতুল্লা মডেল থানা পুলিশ একটি অস্ত্র ও ৩ রাউন্ড গুলি উদ্ধারের মামলায় সাতদিনের রিমান্ডে আবেদন করলে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

রনির পরিবারের দাবি, গত ১৫ সেপ্টেম্বর রাতে নিখোঁজ হন রনি। তাকে ডিবি পুুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। গত ১৭ সেপ্টেম্বর সোমবার ভোরে ফতুল্লা দাপা ইদ্রাকপুর এলাকা থেকে রনিকে গ্রেফতার দেখায় পুলিশ।

পরে ফতুল্লা মডেল থানা পুলিশের এসআই আব্দুল শাফিউল আলম বাদী হয়ে একটি মামলা করেন। ফতুল্লা মডেল থানা পুলিশ জানায়, গত ১৭ সেপ্টেম্বর সোমবার ভোরে তাকে দাপা ইদ্রাকপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

শাহাদাত/এএম/জেআইএম