‘আমায় এতো রাতে কেন ডাক দিলি’, ‘যেটুকু সময় তুমি থাক পাশে’... বাংলাদেশের এমন জনপ্রিয় কিছু গান গেয়ে মঞ্চ মাতিয়েছেন গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।
বৃহস্পতিবার (১১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে সংগীত সন্ধ্যা-২০১৮ অনুষ্ঠিত হয়। এতে মঞ্চে একসঙ্গে তারা বেশকিছু গান গেয়েছেন।
অনুষ্ঠানের মাঝপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে সংগীত আয়োজন নিয়ে কিছু বলার জন্যে মঞ্চে ডেকে নেন উপস্থাপিকা। মঞ্চে উঠে তিনি উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে তার সংগীত অভিজ্ঞতার গল্প ভাগ করে নেন। একপর্যায়ে রেজিস্ট্রার হঠাৎ করেই ডেকে নেন আইন বিভাগের বিভাগীয় প্রধান মো. রফিকুল ইসলাম, বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক, ভাষা ও যোগাযোগসহ বিভিন্ন বিভাগের শিক্ষকদের।
তখন উপস্থিত সকলের কাছে কৌতূহল জাগে, কী করতে চাচ্ছেন রেজিস্ট্রার। সকলের কল্পনার অবসান ঘটিয়ে গান শুরু করে দেন রেজিস্ট্রারসহ মঞ্চে থাকা শিক্ষকরা। এতে বাকি শিক্ষক-শিক্ষার্থীসহ উপস্থিত সকলেই আনন্দে মেতে উঠেন।
বিশ্ববিদ্যালয়ের ভিসি (ভারপ্রাপ্ত) ডা. লায়লা পারবিন বানু, রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক মীর মর্ত্তুজা আলী বাবু, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মুনসুর মুসা, আইন বিভাগের বিভাগীয় প্রধান রফিকুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।
ভাষা ও যোগাযোগ বিভাগের শিক্ষিকা আয়েশা সিদ্দিকার উপস্থাপনায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীরা সংগীত পরিবেশন করেন।
জেডএ/পিআর