এই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের ম্যানচেস্টারে মহান বিজয় দিবস উদযাপনের উদ্যোগ নিয়েছে কানেকটিকাট স্টেট আওয়ামী লীগ। আগামী ১৫ ডিসেম্বর শনিবার ম্যানচেস্টারের সুপার এইট হোটেলের মিলনায়তনে অনুষ্ঠিত হবে মহান বিজয় দিবস উৎসব।
রোববার স্থানীয় ম্যানচেস্টারের এশিয়ান গ্রোসারি ও আল মদিনা রেস্তোঁরায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে দলীয় সূত্রে জানা গেছে। কানেকটিকাট মাসুদুর রহমান অপু, আহমেদ জিলু, ডেভিড স্বপন রোজারিও, সৈয়দ ছাদিক আহমেদ, সাদ চৌধুরী বাবু ও নাজমুল আহসান ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ছাড়া মোহাম্মদ আজাদ, মোহাম্মদ হাসান, হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মাইকেল এ শাহ,আরিফুর রহমান আরিফ, রেখা রোজারিও ও লুৎফা জিলু এ সময় উপস্থিত ছিলেন। ম্যানচেস্টারে প্রথমবার মতো অনুষ্ঠিতব্য দিবস উদযাপন অনুষ্ঠানে প্রবাসীদের আমন্ত্রণ জানিয়েছেন কানেকটিকাট স্টেট আওয়ামী লীগের নেতারা।
এমআরএম/পিআর