রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম ফারুয়া ইউনিয়নের তারাছড়ি এলাকা থেকে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে আঞ্চলিক রাজনৈতিক দল জেএসএস (সন্তু লারমা) গ্রুপের তিন কর্মীকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয় বলে যৌথ বাহিনীর সূত্রে জানা যায়। এ সময় তাদের কাছ থেকে ১টি একে-২২ রাইফেল, ৩ রাউন্ড গুলি ও ৪টি চাইনিজ চাকু উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- বঙ্কিম চন্দ্র তঞ্চঙ্গ্যা, পাভেল তঞ্চঙ্গ্যা (২২) এবং যতীন কান্তি তঞ্চঙ্গ্যা (৪৮)। যৌথবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এটা পার্বত্য অঞ্চলের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নিয়োমিত অভিযানের অংশ। এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় তারা।
সাইফুল উদ্দীন/এএম/এমকেএইচ