দেশজুড়ে

ঝিনাইদহ-২ আসনে নৌকার জয়

ঝিনাইদহ-২ (হরিণাকুন্ডু-সদরের আংশিক) আসনে আওয়ামী লীগের তাহজিব আলম সিদ্দিকী সমি নৌকা প্রতীকে ৩ লাখ ২৫ হাজার ৮৮৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী আন্দোলনের ফকরুল ইসলাম হাতপাখা প্রতীকে পেয়েছে ৯ হাজার ২৯৩ ভোট।

রোববার রাত ৯টার পর ভোট গণনা শেষে বেসরকারিভাবে ফলাফল জানিয়েছেন জেলা রিটার্নিং অফিসার। সার্বিক নির্বাচন পরিস্থিতি নিয়ে রিটার্নিং অফিসার সাংবাদিকদের জানিয়েছেন, ঝিনাইদহ ২টি সংসদীয় আসনে রক্তপাতহীন শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর আগে, এ আসনের ধানের শীষের প্রার্থী এমএ মজিদের প্রার্থিতা বাতিল করেছিলেন আদালত। ঝিনাইদহ-৩ আসনে নৌকার বিশাল ব্যবধানে জয় পান।

জেলা রিটার্নিং কর্মকর্তার অফিস সূত্রে জানা গেছে, ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনে সফিকুল ইসলাম আজম খান চঞ্চল নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ২ লাখ ৪২ হাজার ৫৩২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতের অধ্যাপক মতিয়ার রহমান ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৩২ হাজার ২৪৯ ভোট।

আব্দুল্লাহ আল মাসুদ/এমআরএম/আরআইপি